ওয়ান ইন্ডিয়া ওয়ান রাইডের আওতায় ২৯ সদস্যের প্রতিনিধি দল রাজ্যে

oneনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৭ এপ্রিল ৷৷ দেশের সংস্কৃতি ও অখন্ডতা মজবুত করার লক্ষ্যে ২৪ এপ্রিল ২৯ সদস্যের একটি দল রাজ্যে এসেছেন। ‘ওয়ান ইন্ডিয়া ওয়ান রাইড’ কর্মসূচীর আওতায় ন্যাশনাল ইন্টিগ্রেটেড ফোরাম অব আর্টিস্ট এন্ড এক্টিভিস্টের (NIFAA) ২৯ সদস্যের একটি দল ১৩ এপ্রিল হরিয়ানার কার্নেল থেকে যাত্রা শুরু করেন। ২৯ সদস্যের দলটি দেশের ২৯টি রাজ্য সড়ক পথে ১৫ হাজার কিমি পথ পরিভ্রমন করে ১৩ মে দিল্লীতে যাত্রা শেষ করবে। দলটি ২৪ এপ্রিল রাজ্যে প্রবেশ করার পর ইয়ুথ ফর ইন্টিগ্রেশন ট্রাষ্টের তরফে তাদের স্বাগত জানিয়ে রাজধানীর শহিদ ভগৎ সিং যুব আবাসে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। ইয়ুথ ফর ইন্টিগ্রেশন ট্রাষ্ট, ন্যাশনাল ইয়ুথ প্রোজেক্ট ত্রিপুরা, এন ওয়াই পি স্টেট এগজিকিউটিভ কমিটি, উত্তরণ ওয়েলফেয়ার সোসাইটি, সংযোগ ওয়েলফেয়ার ট্রাষ্ট এর যৌথ উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের ক্রীড়া ও যুব বিষয়ক মন্ত্রী সহিদ চৌধুরী। অনুষ্ঠান শেষে ২৯ সদস্যের প্রতিনিধি দলটি খুমুলুঙে এডিসি’র মূখ্য কার্যনির্বাহী সদস্য রাধাচরণ দেববর্মার সাথেও সাক্ষাৎ করেন।
FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*