বিশ্বেশ্বর মজুমদার, শান্তিরবাজার, ১৮ জানুয়ারি ৷৷ তিনদিনের রাজ্য সফরে এলেন ডেপুটি নির্বাচন কমিশনার সুদীপ জৈন। বৃহস্পতিবার রাজ্যে এসে হেলিকপ্টারে তিনি সোজা চলে আসেন দক্ষিণ জেলার শান্তিরবাজারে। সেখানে দুপুর ১২টা ৩০ মিনিটে দক্ষিণ জেলা এবং গোমতী জেলার প্রশাসনিক কর্মকর্তাদের নিয়ে শান্তিরবাজার ডাক বাংলার কনফারেন্স হলে বৈঠক করেন তিনি। বৈঠক শেষে ফিল্ড ভিজিটের কথা থাকলেও তিনি শুধু শান্তিরবাজারের স্ট্রং রুম এবং গণনা কেন্দ্র পরিদর্শন করেন।