আপডেট প্রতিনিধি, আগরতলা, ২১ জুলাই ৷। ভারী বৃষ্টিপাতের ফলে জলমগ্ন হয়ে পড়ে রাজ্যের বিভিন্ন এলাকা সহ তিলোত্তমা শহর আগরতলা। মঙ্গলবার সকাল থেকে বৃষ্টিপাতের ফলে জল বন্দী হয়ে পড়ে গোটা আগরতলা শহর। কোথাও কোমর সমান জল, আবার কোথাও হাঁটু সমান জল জমে যায়। রাজধানীর আই জি এম হাসপাতাল চৌমুহনী, প্যারাডাইস চৌমুহনী, মডার্ন ক্লাব এলাকা, শকুন্তলা রোড, জেকশন গেইট, আর এম এস চৌমুহনী, ওরিয়েন্ট চৌমুহনী সহ আগরতলা শহরের বেশ কিছু রাস্তা জলমগ্ন হয়ে পড়ে। বাড়ি ঘড়ে ঢুকে পড়ে জল। ফলে বিপাকে পরেছেন শহরবাসী। শহরের অধিকাংশ রাস্তায় জল জমে যাওয়ায় রাস্তায় যানবাহনও চলাচলে সমস্যা দেখা দেয়।