আপডেট প্রতিনিধি, আগরতলা, ২৩ জুলাই ৷। রাজ্যের মেয়ে সুদীপ্তার নয়া সিরিয়াল আছে জি বাংলাতে। আগামী ২৭শে জুলাই (সোমবার) থেকে রোজ রাত ৮টায় জি বাংলাতে শুরু হতে যাচ্ছে সুদীপ্তার নয়া সিরিয়াল অবনীন্দ্র নাথ ঠাকুরের ‘ক্ষীরের পুতুল’। ত্রিপুরা রাজ্যের কাঞ্চনপুরের সাতনালা গ্রামের সুদীপ্তা রায় কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্রী। সুদীপ্তার বাবা স্বদেশ রায় প্রথমে ধোলাইয়ের হালহালী ও পরে কুলাইতে চাকরি করছেন। সুদীপ্তা এবং তার পরিবার পরিজনদের আশা তাঁর নয়া সিরিয়াল অবনীন্দ্র নাথ ঠাকুরের ‘ক্ষীরের পুতুল’ সকলের ভালো লাগবে।