বিশ্বেশ্বর মজুমদার, শান্তিরবাজার, ০৮ মার্চ || ৮ই মার্চ আন্তর্জাতিক নারী দিবস। এই দিসবকে কেন্দ্র করে শান্তির বাজার মহকুমার অন্তর্গত বীরচন্দ্র নগর ভিলেজ কার্যালয় প্রাঙ্গন থেকে রাঁধামাধব গ্রামীন সংগঠন ও আরাধ্যা গ্রামীন সংগঠনের যৌথ উদ্দ্যোগে এক র্যালির আয়োজন করা হয়। এই র্যালিটি বীরচন্দ্র নগর ভিলেজ কার্যালয় থেকে শুরু হয়ে মনপাথর বাজারের বিভিন্ন পথ অতিক্রান্ত করে পুনরায় ভিলেজ কার্যালয়ে এসে শেষ হয়। গ্রামীন সংগঠন কতৃক আয়োজিত এই র্যালিতে উপস্থিত ছিলেন বীরচন্দ্র নগর ভিলেজের চেয়ারম্যান রবীন্দ্র রিয়াং, বিশিষ্ট সমাজসেবী বিকাশ সেন ও গ্রামীন সংগঠনের সদস্যবৃন্দরা। আন্তর্জাতিক নারী দিবসে গ্রামীন সংগঠনের মহিলারা সংবাদমাধ্যমের সামনে জানান, বর্তমানে নারীরা কোনো অংশে পিছিয়ে নেই। নারীরা পুরুষের মতো সবকিছু করতে পারেন। গ্রামীন সংগঠন কতৃক আয়োজিত এই র্যালিতে সকলে ব্যাপক উৎসাহের সহিত অংশগ্রহন করেন।