আপডেট প্রতিনিধি, আগরতলা, ১৪ নভেম্বর || রাজ্যের এন এস ইউ ওয়াই’র সহ-সভাপতি থেকে সভাপতির দায়িত্ব পেলেন রাজ্যের ছাত্রনেতা সম্রাট রায়। রবিবার সারা ভারত কংগ্রেস কমিটির সভানেত্রী সোনিয়া গান্ধীর নির্দেশক্রমে ত্রিপুরা রাজ্যের এন এস ইউ আই সভাপতি হিসেবে নিযুক্ত করা হয়েছে ছাত্রনেতা সম্রাট রায়কে। এক প্রতিক্রিয়ায় সম্রাট রায় জানান, বিগত মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষায় যে সমস্ত ছাত্রছাত্রীরা পরীক্ষায় ফেল করেছিলেন, সম্রাট রায়ের নেতৃত্বে আন্দোলনের ফলে এই সমস্ত ছাত্রছাত্রীরা বোর্ডের পরীক্ষায় পাস করিয়ে দেওয়া হয়। এছাড়া রাজ্যের ছাত্রদের স্বার্থে অনেক সংগ্রাম আন্দোলন করেছেন তিনি। রাজ্যের এন এস ইউ আই সভাপতি নিযুক্ত করায় তিনি সারা ভারত কংগ্রেস কমিটির সভানেত্রী সোনিয়া গান্ধীকে ধন্যবাদ জ্ঞাপন করেন। তিনি জানান, রাজ্যের বিভিন্ন জাতিগোষ্ঠীর ছাত্রছাত্রীরা কংগ্রেস নেতৃবৃন্দকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়েছেন।