হাতেগোনা জনাকয়েক কর্মীদের নিয়ে শিক্ষায় বেসরকারীকরণ ও আউটসোর্সিং বন্ধ করার লক্ষ্যে ৩ ঘন্টার গণঅবস্থানে বামপন্থী ৪টি সংগঠন

সাগর দেব, তেলিয়ামুড়া, ২৭ ডিসেম্বর || শিক্ষায় বেসরকারীকরণ ও আউটসোর্সিং বন্ধ করার লক্ষ্যে বামপন্থী ৪টি সংগঠনের উদ্যোগে সোমবার সিপিআই(এম) তেলিয়ামুড়া বিভাগীয় কার্যালয়ের সামনে ৩ ঘন্টা গণঅবস্থানে মিলিত হয় হাতেগোনা জনাকয়েক বামপন্থী কর্মীদের নিয়ে। এদিনের এই গণঅবস্থানে উপস্থিত ছিলেন DYFI রাজ্য কমিটির সভাপতি পলাশ ভৌমিক, DYFI তেলিয়ামুড়া মহাকুমা কমিটির সম্পাদক রঞ্জু দাস সহ ৪টি বামপন্থী সঙ্গঠনের সভাপতিসহ বামপন্থী সংগঠনের হাতেগোনা গুটিকয়েক কর্মীসমর্থকরা। এদিন গণঅবস্থানে গুটিকয়েক কর্মী-সমর্থকদের সামনে বক্তব্য রাখতে গিয়ে DYFI রাজ্য কমিটির সভাপতি পলাশ ভৌমিক বলেন, রাজ্য এবং কেন্দ্রীয় সরকার শিক্ষাকে বেসরকারিকরণ এবং আউটসোর্সিং নিয়োগ নিয়ে ব্যস্ত। আদতে ২৩’শের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে দলীয় সংগঠনগুলোকে গণঅবস্থানের মাধ্যমে চাঙ্গা করে তোলা। কিন্তু বাস্তবে কতটা সম্ভব প্রশ্নই থেকে গেল।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*