আপডেট প্রতিনিধি, আগরতলা, ০৬ জুলাই || প্রকাশিত হল ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত ২০২২ সালের মাধ্যমিক, উচ্চমাধ্যমিক, মাদ্রাসা আলিম এবং মাদ্রাসা ফাজিল পরীক্ষার ফলাফল। বুধবার ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের মিলনায়তনে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে মাধ্যমিক, উচ্চমাধ্যমিক, মাদ্রাসা আলিম এবং মাদ্রাসা ফাজিল পরীক্ষার ফলাফল প্রকাশ করে পর্ষদ সভাপতি ডঃ ভবতোষ সাহা।
এবছর মাধ্যমিকে পাশের হার ৮৬.১৮ শতাংশ এবং উচ্চমাধ্যমিকে পাশের হার ৯৪.৪৬ শতাংশ।
এবছর মাধ্যমিকে জেলাস্তরে সর্বোচ্চ পাশের হার পশ্চিম ত্রিপুরায়। পশ্চিম ত্রিপুরা জেলায় পাশের হার ৯০.৭৫ শতাংশ। সর্বনিম্ন পাশের হার ধলাই জেলায়। ধলাই জেলায় পাশের হার ৮১.৮৭ শতাংশ।
উচ্চমাধ্যমিকে জেলাস্তরে সর্বোচ্চ পাশের হার দক্ষিণ ত্রিপুরা জেলায়। দক্ষিণ ত্রিপুরা জেলায় পাশের হার ৯৭.১৩ শতাংশ। সর্বনিম্ন পাশের হার পশ্চিম ত্রিপুরা জেলায়। পশ্চিম ত্রিপুরা জেলায় পাশের হার ৯৪.৯২ শতাংশ।
জানা যায়, এবছর মাধ্যমিকে দিব্যাঙ্গন ছাত্রছাত্রী পরীক্ষা দেয় ৩২ জন।
উত্তীর্ণ সকল ছাত্রছাত্রীদের হার্দিক অভিনন্দন ও শুভেচ্ছা জ্ঞাপন করছেন রাজ্যের শিক্ষামন্ত্রী রতন লাল নাথ। তিনি তাদের উজ্জ্বল ভবিষ্যত কামনা করছেন। পাশাপাশি অকৃতকার্য শিক্ষার্থীদের মধ্যে যারা অনধিক দুই বিষয়ে কৃতকার্য হয়নি অথচ সর্বমোট ১৫০ নম্বর অর্জনে সক্ষম হয়েছে, তাদের প্রতি নতুন প্রবর্তিত ‘বছর বাঁচাও’ প্রকল্পের সুবিধা গ্রহণ করে জীবন গঠনের পথে দৃঢ় পদক্ষেপে এগিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।