আপডেট প্রতিনিধি, আগরতলা, ০৬ জুলাই || জিরানিয়া মহকুমা তথ্য ও সংস্কৃতি কার্যালয়ের উদ্যোগে এবং রাণীরবাজার পুর পরিষদের সহযোগিতায় বুধবার রাণীরবাজারের গীতাঞ্জলি হল ঘরে ভারত কেশরী ডঃ শ্যামা প্রসাদ মুখার্জীর জন্মজয়ন্তী উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন রাজ্যের তথ্য ও সংস্কৃতি দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী। তিনি ডঃ শ্যামা প্রসাদ মুখার্জীর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রাণীরবাজার পুর পরিষদের চেয়াপার্সন অর্পনা শুক্লা দাস, ভাইস চেয়ারম্যান প্রবীর কুমার দাস, জিরানীয়া নগর পঞ্চায়েতের চেয়ারপার্সন রতন দাস, জিরানীয়া পঞ্চায়েত সমিতির চেয়ারপার্সন মঞ্জু দাস, জিরানীয়া মহকুমার মহকুমা শাসক জীবন কৃষ্ণ আচার্য্য,
বিশিষ্ট সমাজসেবী গৌরাঙ্গ ভৌমিক, বরিষ্ঠ তথ্য আধিকারিক গৌতম দাস সহ অন্যান্য বিশিষ্টব্যক্তিরা।