আপডেট প্রতিনিধি, আগরতলা, ১৪ আগস্ট || ইংরেজদের অকথ্য অত্যচারের থেকে মুক্তির উদীয়মান সূর্য উদয় হয়েছিল। লাখ লাখ বীরের রক্তক্ষয়ী সংগ্রামের পর ভারতের মানুষ পেয়েছিল স্বাধীনতার সুখ। আজ সেই বীর যোদ্ধাদের জন্যই আমরা প্রাণ ভরে সুখের নিঃশ্বাস নিতে পারি।
সোমবার পশ্চিম ত্রিপুরা জেলা প্রশাসকের উদ্যোগে আয়োজিত এক সম্বর্ধনা প্রধান অনুষ্ঠানে অংশগ্রহণ করে একথা বলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার। এদিন তিনি বলেন, অনেক সংগ্রাম, রক্তক্ষয় ও অশ্রুজলের মধ্যে দিয়ে প্রায় দুশো বছরের পরাধীনতার হাত থেকে মুক্তি পেয়েছি আমরা। সেই সময় দেশের প্রতিটি অঞ্চল থেকে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকল মানুষ একসাথে ব্রিটিশ শাসনের বিরুদ্ধে গর্জে উঠেছিল। স্বাধীনতা সংগ্রামী এবং এমন বহু দেশনায়ক রয়েছেন যাদের বলিদানে আমাদের স্বাধীনতার চেতনায় উদ্বুদ্ধ করেছে।
এদিন এই অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পশ্চিম ত্রিপুরা জেলার জেলাশাসক দেবপ্রিয় বর্ধন, পশ্চিম ত্রিপুরা জেলার পুলিশ সুপার ডঃ কিরন কুমার কে সহ অন্যান্য বিশিষ্টজনেরা।