দেবজিৎ চক্রবর্তী, আগরতলা, ২২ আগষ্ট ।। একদিকে নেশামুক্ত পৃথিবীর আহ্বান অন্যদিকে ক্রমাগত বেড়ে চলেছে নেশা আসক্তের সংখ্যা। নেশার কবলে ঘর থেকে শুরু হচ্ছে অবক্ষয় – ধীরে ধীরে গ্রাস করে ফেলেছে গোটা সমাজকে। কেউ চার দেওয়ালের বন্ধ ঘরে নেশায় মত্ত, কেউ নেশার ঘোরে পথের পাশে চৈতন্যহীন।
বটতলা রাজপথের পাশে নেশায় বুঁদ এই মানুষটার সঙ্গে ঘর, সংসার, ঠিকানা জিজ্ঞেস করলেও উত্তর মেলেনি।
এই শহরে নিত্যদিনই প্রতিবাদ মিছিল হয়, নেশার বিরুদ্ধে সোচ্চার প্রতিবাদে হয়তো নেশার কবলে আচ্ছন্ন সমাজটা রক্ষা পাবে।