আপডেট প্রতিনিধি, আগরতলা, ১৪ আগস্ট || ব্রিটিশ অপশাসন থেকে রাষ্ট্রকে মুক্ত করতে হাসিমুখে প্রাণ দিয়েছেন অগণিত বীর স্বাধীনতা সংগ্রামী। স্বাধীনোত্তর ভারতেও দেশের সার্বভৌমত্ব ও অখণ্ডতা রক্ষায় বলিদান দিয়েছেন অসংখ্য নির্ভীক সেনানী। তাঁদের এই আত্মবলিদানকে শ্রদ্ধাচিত্তে স্মরণ করতে মঙ্গলবার রাজধানীর লিচু বাগানস্থিত অ্যালবার্ট এক্কা ওয়ার মেমোরিয়ালে শ্রদ্ধা নিবেদন করেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। এদিন মুখ্যমন্ত্রী এই কার্যক্রমে অংশগ্রহণ করে পুস্পার্ঘ অর্পণ করে শহিদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন।