আপডেট প্রতিনিধি, আগরতলা, ১১ ডিসেম্বর || বাংলাদেশ থেকে বি এন পি’র ৩টি সংগঠনের উদ্যোগে আগরতলায় আখাউড়া সীমান্ত পর্যন্ত লং মার্চ কর্মসূচি নিয়ে সীমান্তের দিকে এগিয়ে আসছে বলে খবর ছিল। পাশাপাশি রাজধানীর আখাউড়া সীমান্তবর্তী বাংলাদেশের ভূমিতে মৌলবাদীরা সভার এক আয়োজন করে। এই সভাকে কেন্দ্র করে ত্রিপুরার আখাউড়া সীমান্ত নিরাপত্তার চাদরে ঢেকে দেওয়া হয়েছে। সীমান্তে বি এস এফ, সি আর পি এফ, টি এস আর এবং ত্রিপুরা পুলিশের কর্মীরা মোতায়েন করা হয়েছে। উপস্থিত ছিলেন এস পি কিরন কুমার কে কে।
এদিন সীমান্তে আগরতলার সাধারণ মানুষ সাংবাদিকদের প্রতিক্রিয়া জানাতে গিয়ে বলেন, আগরতলা দখল করার জন্য বাংলাদেশ থেকে যে কর্মসূচি নিয়ে সীমান্তের দিকে এগিয়ে আসছে তাদের স্বাগত জানাতে তারা অপেক্ষা করছে। জনৈক সেই ব্যাক্তি জানান, আগরতলার মিষ্টি দিয়ে তাদের বরণ করবো আমরা। তারা আগে আমাদের সাথে মোকাবেলা করুক, তারপর আমাদের ভারতীয় জওয়ানদের কাছে যাবে।