জাতীয় ডেস্ক ।। দক্ষিণ কাশ্মীরের সোপিয়ানের একটি মসজিদের ভেতর ভয়াবহ গ্রেনেড হামলায় অন্তত ৯ জন আহত হয়েছেন। এ ঘটনা ঘটেছে বৃহস্পতিবার সকালে। সকাল সাড়ে ৬টার দিকে এই বিস্ফোরণটি ঘটে। সকালে প্রার্থণার পর যখন মসজিদ থেকে বেরোচ্ছিলেন মুসল্লিরা তখনই এ গ্রেনেড হামলার ঘটনা ঘটে। সেখানকার পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন, মসজিদের বাইরে জুতা রাখার তাকের কাছে কাঁচের মতো কিছু একটা দেখতে পান অনেকে। এক ব্যক্তি ওই বস্তুকে যখন ধরে সরাতে যায় তখনই বিস্ফোরণটি হয়। সূত্রের খবর, মসজিদের ভেতর গ্রেনেড হামলা ছাড়াও তল্লাশি করে মসজিদের বাইরেও একটি গ্রেনেড খুঁজে পেয়েছে পুলিশ। আহতদের নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এদিকে বুধবার সোপিয়ানের কন্যরে নিরাপত্তাবাহিনীর ওপর গ্রেনেড হামলায় ৪ জন আহত হন।