আনন্দমার্গের তিন দিনব্যাপী প্রশিক্ষণ শিবির তেলিয়ামুড়ায়, অনুষ্ঠিত শোভাযাত্রা ও সাংবাদিক সম্মেলন

সাগর দেব, তেলিয়ামুড়া, ২৫ জানুয়ারি || আনন্দমার্গ প্রচারক সংঘ, আগরতলা ডায়োসিসের উদ্যোগে তেলিয়ামুড়ায় তিন দিনব্যাপী এক প্রশিক্ষণ শিবির সাফল্যের সঙ্গে অনুষ্ঠিত হয়েছে। গত ২৩, ২৪ ও ২৫ জানুয়ারি তেলিয়ামুড়া আনন্দমার্গ স্কুল প্রাঙ্গণে আয়োজিত এই শিবিরে কেন্দ্রীয় প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন আচার্য শুভমিত্রানন্দ অবধূত ও আচার্য কুম্ভকানন্দ অবধূত। শিবির উপলক্ষে রবিবার আনন্দমার্গ প্রচারক সংঘের পক্ষ থেকে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়।
প্রশিক্ষণ শিবির চলাকালীন আধ্যাত্মিক দর্শন, সমাজ দর্শনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ের ওপর বিস্তারিত আলোচনা ও প্রশিক্ষণমূলক ক্লাস গ্রহণ করা হয়। পাশাপাশি অংশগ্রহণকারীদের জন্য সাধনা ও মতবিনিময়মূলক আলোচনা পর্বেরও আয়োজন করা হয় বলে আয়োজক সূত্রে জানানো হয়েছে।
এদিকে, ২৪ জানুয়ারি সন্ধ্যায় এক বিশাল শোভাযাত্রা তেলিয়ামুড়া শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে মাস্টারদা সূর্যসেনের মূর্তির পাদদেশে এসে এক পথসভায় মিলিত হয়। ওই পথসভায় বক্তারা বর্তমান সময়ের নানা সামাজিক সংকট এবং তার সম্ভাব্য সমাধান নিয়ে বিশদ আলোচনা করেন।
সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে প্রশিক্ষণ শিবিরের প্রধান প্রশিক্ষক বলেন, আনন্দমার্গ একটি সর্বাঙ্গীন দর্শন। এই দর্শনের প্রবর্তক শ্রীশ্রী আনন্দমূর্তিজী মানব জীবনের প্রয়োজনীয় সকল বিষয়ের দিকনির্দেশনা দিয়েছেন। মানুষের জীবনে যা কিছু প্রয়োজন, তার সবই আনন্দমার্গ দর্শনের অন্তর্ভুক্ত। মানুষ স্বভাবতই আনন্দপ্রার্থী—কীভাবে মানুষ প্রকৃত আনন্দ লাভ করতে পারে, তার স্পষ্ট পথনির্দেশ এই দর্শনে রয়েছে।
তিনি আরও বলেন, বর্তমান বিশ্বে জাতিগত, বর্ণগত ও লিঙ্গগত বিভেদসহ ধর্মীয় ও রাজনৈতিক হানাহানি ভয়াবহ রূপ নিয়েছে। এর ফলে মানুষের মধ্যে পারস্পরিক অবিশ্বাসের পরিবেশ তৈরি হয়েছে। একই সঙ্গে বাড়ছে ক্ষুধা, দারিদ্র্য ও বেকারত্বসহ নানা সামাজিক সমস্যা। এসব সমস্যার সমাধানে পরমারাধ্য গুরুদেব প্রবর্তিত ‘প্রউট’ নামে এক যুগান্তকারী সামাজিক ও অর্থনৈতিক দর্শনের পথ দেখানো হয়েছে। মানব জীবনকে আনন্দময় করে তোলার লক্ষ্যেই আজ সারা বিশ্বে আনন্দমার্গের কর্মীরা নিরলসভাবে কাজ করে চলেছেন। এই মহান প্রয়াসে সকলের সহযোগিতা কামনা করা হয়েছে।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*