কুচকাওয়াজ ও সাংস্কৃতিক পরিবেশনায় মুখর আসাম রাইফেল ময়দান, পালিত প্রজাতন্ত্র দিবস

আপডেট প্রতিনিধি, আগরতলা, ২৬ জানুয়ারি || যথাযোগ্য মর্যাদা, গাম্ভীর্য ও দেশাত্মবোধক আবহে আগরতলার আসাম রাইফেল ময়দানে পালিত হলো ভারতের ৭৭তম প্রজাতন্ত্র দিবস। রাজ্যের রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লুর উপস্থিতিতে আয়োজিত এই বর্ণাঢ্য অনুষ্ঠানে অংশগ্রহণ করেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা সহ রাজ্য সরকারের মন্ত্রী, উচ্চপদস্থ প্রশাসনিক আধিকারিক, সেনা ও নিরাপত্তা বাহিনীর সদস্যরা।
অনুষ্ঠানে দৃপ্ত পদচারণায় কুচকাওয়াজ, সুশৃঙ্খল প্যারেড এবং মনোমুগ্ধকর বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনার মাধ্যমে জাতীয় গৌরব, ঐক্য ও দেশপ্রেমের বিশেষ দিনটি উদযাপিত হয়। সম্মিলিত প্যারেডে সেনা ও নিরাপত্তা বাহিনীর সদস্যদের পাশাপাশি নন-সিকিউরিটি ক্যাটাগরির অংশগ্রহণকারীরা শৃঙ্খলা ও দক্ষতার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেন।
এদিন মহিলা পুলিশ কর্মীদের বাইক শো দর্শকদের বিশেষভাবে আকর্ষণ করে। পাশাপাশি রাজ্যের বিভিন্ন জাতি ও জনজাতির মিলিত সাংস্কৃতিক পরিবেশনা ত্রিপুরার বৈচিত্র্যময় সংস্কৃতির অনবদ্য প্রতিফলন তুলে ধরে।
নিজের সামাজিক মাধ্যমে মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা লিখেন, প্রজাতন্ত্র দিবস আমাদের সংবিধান, গণতন্ত্র ও ঐক্যের শক্তিকে স্মরণ করিয়ে দেয়। এদিনের সম্মিলিত প্যারেড ও পরিবেশনা প্রমাণ করে যে শৃঙ্খলা, দক্ষতা ও ঐক্যের মাধ্যমে দেশ ও রাজ্য আরও এগিয়ে যাবে।
সমগ্র অনুষ্ঠানজুড়ে দেশপ্রেমের আবহে মুখরিত হয়ে ওঠে আসাম রাইফেল ময়দান, যা উপস্থিত সকলের মনে গভীর প্রভাব ফেলে।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*