প্রজাতন্ত্র দিবসে নিজের সরকারি বাসভবনে জাতীয় পতাকা উত্তোলন করলেন মুখ্যমন্ত্রী ডঃ মানিক সাহা

আপডেট প্রতিনিধি, আগরতলা, ২৬ জানুয়ারি || সারা দেশের সঙ্গে রাজ্যেও যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সঙ্গে পালিত হলো ভারতের ৭৭তম প্রজাতন্ত্র দিবস। এই উপলক্ষে রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডঃ মানিক সাহা তাঁর সরকারি বাসভবনে জাতীয় পতাকা উত্তোলন করেন।
এসপিএম লেনস্থিত সরকারি বাসভবনে পতাকা উত্তোলনের মধ্য দিয়ে মুখ্যমন্ত্রী প্রজাতন্ত্র দিবসের তাৎপর্য তুলে ধরেন এবং রাজ্যবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান। এই ঐতিহাসিক দিনে দেশের সংবিধান ও প্রজাতন্ত্রের চিরন্তন আদর্শের প্রতি অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়।
পরে সামাজিক মাধ্যমের এক পোস্টে মুখ্যমন্ত্রী ডঃ মানিক সাহা লেখেন, “On this auspicious Republic Day, I had the honour of unfurling the National Flag at my official residence on SPM Lane, reaffirming our solemn commitment to the sacred ideals of the Constitution and the eternal spirit of the Republic.”
মুখ্যমন্ত্রীর এই বার্তায় সংবিধানের মূল্যবোধ, গণতন্ত্র ও জাতীয় ঐক্যের প্রতি দৃঢ় বিশ্বাসের প্রতিফলন ঘটে। প্রজাতন্ত্র দিবস উপলক্ষে তাঁর এই শুভেচ্ছাবার্তা রাজ্যবাসীর মধ্যে দেশপ্রেম ও ঐক্যের অনুভূতি আরও সুদৃঢ় করেছে।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*