প্রজাতন্ত্র দিবসে উপজাতীয় লোকনৃত্যের ছন্দে রাজ্য — রাজ্যস্তরীয় প্রতিযোগিতার পুরস্কার বিতরণে মুখ্যমন্ত্রী

আপডেট প্রতিনিধি, আগরতলা, ২৬ জানুয়ারি || ৭৭তম প্রজাতন্ত্র দিবস উপলক্ষে রাজ্যের সমৃদ্ধ সংস্কৃতি ও ঐতিহ্যকে তুলে ধরতে রাজ্যস্তরীয় উপজাতীয় লোকনৃত্য প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয় জাঁকজমকপূর্ণ পরিবেশে। বর্ণাঢ্য এই অনুষ্ঠানে উপজাতীয় সমাজের ঐতিহ্যবাহী নৃত্য, সুর ও ছন্দে মুখরিত হয়ে ওঠে গোটা প্রাঙ্গণ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিভিন্ন জেলার শিল্পীদের হাতে পুরস্কার তুলে দেন মুখ্যমন্ত্রী নিজে। এই উপলক্ষে তিনি বলেন, উপজাতীয় লোকনৃত্য শুধু বিনোদনের মাধ্যম নয়, বরং তা আমাদের সংস্কৃতি, ইতিহাস ও পরিচয়ের অবিচ্ছেদ্য অঙ্গ। এই ধরনের প্রতিযোগিতা নতুন প্রজন্মকে নিজেদের শিকড়ের সঙ্গে আরও দৃঢ়ভাবে যুক্ত করবে।
উল্লেখ্য, রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আগত নৃত্যদলগুলি তাদের নিজস্ব ঐতিহ্য ও বৈচিত্র্য তুলে ধরে দর্শকদের মন জয় করে নেয়। প্রজাতন্ত্র দিবসের তাৎপর্যের সঙ্গে সাংস্কৃতিক ঐক্যের এই মিলন অনুষ্ঠানকে করে তোলে আরও অর্থবহ ও স্মরণীয়।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*