গোপাল সিং, খোয়াই, ২৬ জানুয়ারি || দেশাত্মবোধ ও জাতীয় ঐক্যের আবহে খোয়াই জেলার এয়ারপোর্ট গ্রাউন্ডে জাঁকজমকপূর্ণভাবে পালিত হলো ভারতের ৭৭তম প্রজাতন্ত্র দিবস। জেলা স্তরের এই বিশেষ অনুষ্ঠানে মুখ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের উপজাতি কল্যাণ মন্ত্রী বিকাশ দেববর্মা।
অনুষ্ঠানে জেলা শাসক রজত পন্থ, জেলা পুলিশ সুপার রাণাদিত্য দাস, মহকুমা শাসক নির্মল কুমার ঝা সহ প্রশাসনের ঊর্ধ্বতন আধিকারিক, পুলিশ আধিকারিক ও জওয়ান, বিভিন্ন দপ্তরের সরকারি কর্মচারী, শিক্ষার্থী এবং সাধারণ মানুষের উপস্থিতিতে এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। জাতীয় পতাকা উত্তোলন, আনুষ্ঠানিক কুচকাওয়াজ ও বিভিন্ন বিভাগের অংশগ্রহণে পুরো অনুষ্ঠান জুড়ে ফুটে ওঠে শৃঙ্খলা, ঐক্য ও দেশপ্রেমের চেতনা।
এছাড়াও প্রজাতন্ত্র দিবস উপলক্ষে খোয়াই জেলাশাসকের দপ্তর, জেলা পুলিশ সদর, খোয়াই থানা, মহিলা থানা ও সুভাষ পার্ক পুলিশ আউটপোস্টে পৃথক পৃথকভাবে দিনটি যথাযোগ্য মর্যাদায় উদযাপন করা হয়। জেলার সমস্ত স্কুল ও সরকারি-বেসরকারি দপ্তরেও সকালে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে প্রজাতন্ত্র দিবস পালন করা হয়।
সমগ্র অনুষ্ঠানটি ভারতের প্রজাতান্ত্রিক মূল্যবোধ, ঐক্য ও সংবিধানের প্রতি শ্রদ্ধা প্রদর্শনের এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে উঠেছে।
