গোপাল সিং, খোয়াই, ২৬ জানুয়ারি || “১৯৫০ সালের এই দিনে ভারত পূর্ণ সার্বভৌম রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করেছিল”—এই ঐতিহাসিক স্মৃতিকে সামনে রেখে দেশজুড়ে আজ পালিত হলো ভারতের ৭৭তম প্রজাতন্ত্র দিবস। সংবিধানের মর্যাদা, স্বাধীনতা সংগ্রামীদের ত্যাগ ও জাতীয় ঐক্যের চেতনায় উদ্বুদ্ধ হয়ে খোয়াই জেলাতেও দিনটি উদযাপিত হয় যথাযোগ্য সম্মান ও গর্বের সঙ্গে।
বিজেপি খোয়াই জেলা কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন পর্বে উপস্থিত সকলে দেশের সম্মান রক্ষা, সংবিধানের মূল্যবোধ বজায় রাখা এবং একটি শক্তিশালী, আত্মনির্ভর ও গর্বিত ভারত গড়ে তোলার শপথ গ্রহণ করেন। দেশপ্রেমের আবেগে মুখরিত হয়ে ওঠে গোটা প্রাঙ্গণ—“জয় হিন্দ”, “ভারত মাতা কি জয়” ধ্বনিতে।
প্রজাতন্ত্র দিবসের মানবিক বার্তাকে সামনে রেখে খোয়াই জেলা হাসপাতালে ফুল ও মিষ্টি বিতরণ করা হয়। খোয়াই রেশন শপ ডিলার অ্যাসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিধায়ক পিণাকী দাস চৌধুরী, বিজেপি খোয়াই জেলা সভাপতি বিনয় দেববর্মা, মন্ডল সভাপতি অনুকুল দাস, বিজেপি জেলা সাধারণ সম্পাদক সমীর দাস, খোয়াই পুর পরিষদের চেয়ারপার্সন দেবাশীষ নাথ শর্মা সহ অন্যান্য নেতৃত্ব ও সদস্যরা।
এদিন ৭৭তম প্রজাতন্ত্র দিবস উপলক্ষে ২৫ খোয়াই মন্ডল কার্যালয়েও জাতীয় পতাকা উত্তোলন করা হয়। সার্বিকভাবে খোয়াই জুড়ে প্রজাতন্ত্র দিবস পরিণত হয় সংবিধানের প্রতি শ্রদ্ধা, জাতীয় ঐক্য এবং মানবিক দায়বদ্ধতার এক উজ্জ্বল প্রতিচ্ছবিতে।
