আপডেট প্রতিনিধি, আগরতলা, ২৬ জানুয়ারি || মানুষের ভোটাধিকার সুনিশ্চিত করা এবং নব্য ভোটারদের ভোটার তালিকাভুক্তির লক্ষ্যে ইলেকশন ডিপার্টমেন্ট ও মাই ভারত ত্রিপুরার যৌথ উদ্যোগে রবিবার আগরতলায় এক জনসচেতনতামূলক র্যালি অনুষ্ঠিত হয়।
র্যালিটি আগরতলা রাজবাড়ী প্রাঙ্গণ থেকে শুরু হয়ে পোস্ট অফিস ও প্যারাডাইস চৌমুনি অতিক্রম করে উমাকান্ত মাঠে এসে শেষ হয়। র্যালিতে বিভিন্ন কলেজের ছাত্রছাত্রীরা সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন।
এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন মাই ভারত ত্রিপুরার স্টেট ডিরেক্টর বি. সাহু, ইলেক্টোরাল ডিপার্টমেন্টের অ্যাসিস্ট্যান্ট ইলেক্টোরাল অফিসার উদয় শঙ্কর বিশ্বাসসহ অন্যান্য আধিকারিকরা। বক্তৃতায় তারা ভোটাধিকার প্রয়োগের গুরুত্ব তুলে ধরেন এবং নব্য ভোটারদের গণতান্ত্রিক প্রক্রিয়ায় অংশগ্রহণের আহ্বান জানান।
র্যালি চলাকালীন নব্য ভোটারদের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা যায়, যা ভবিষ্যতে গণতন্ত্রকে আরও শক্তিশালী করবে বলে আশা প্রকাশ করেন।
