গোপাল সিং, খোয়াই, ২৫ জানুয়ারি || প্রজাতন্ত্র দিবসকে সামনে রেখে নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে খোয়াই। একদিকে খোয়াই শহর, অন্যদিকে ভারত–বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্ত—দুই দিকেই পুলিশ ও বিএসএফের যৌথ বর্ডার পেট্রোলিং চলছে জোর কদমে। যে কোনও অপ্রীতিকর ঘটনা রুখতে প্রশাসনের পক্ষ থেকে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা হয়েছে।
রবিবার ভারত-বাংলাদেশ সীমান্ত সংলগ্ন এলাকা, পহরমুড়া, বগাবিল, বেলছড়া, খেংরাবাড়ি সহ সীমান্ত এলাকায় ধারাবাহিক বর্ডার পেট্রোলিং চালানো হয়। এই অভিযানের নেতৃত্বে ছিলেন এডিশনাল এসপি জাষ্টিস জোসেফ ও বিএসএফ ১০৪ ব্যাটালিয়নের কমান্ডেন্ট সুরিয়াভান সিং। ছিলেন খোয়াই মহকুমা পুলিশ আধিকারিক ডি. কুদিয়ারাসু, খোয়াই থানার ওসি কৃষ্ণধন সরকার, বাইজালবাড়ী পুলিশ ফাঁড়ির ওসি যুগল কিশোর ত্রিপুরা।
পুলিশ ও বিএসএফ সূত্রে জানানো হয়েছে, গত ৭২ ঘণ্টা ধরে এই যৌথ পেট্রোলিং অব্যাহত রয়েছে এবং আগামী ২৮ জানুয়ারি পর্যন্ত তা চলবে। সীমান্ত এলাকায় সন্দেহজনক গতিবিধির উপর কড়া নজর রাখা হচ্ছে, পাশাপাশি শহরের অভ্যন্তরেও বাড়ানো হয়েছে টহল ও নজরদারি।
প্রশাসনের পক্ষ থেকে স্পষ্ট করা হয়েছে, প্রজাতন্ত্র দিবসের মর্যাদা ও সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতেই এই সমন্বিত অভিযান। পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে এবং সাধারণ মানুষকে আতঙ্কিত না হয়ে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার আহ্বান জানানো হয়েছে।
