৭৭তম প্রজাতন্ত্র দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধা জানালেন মন্ত্রী রতন লাল নাথ

আপডেট প্রতিনিধি, আগরতলা, ২৬ জানুয়ারি || ৭৭তম প্রজাতন্ত্র দিবস উপলক্ষে রাজ্য সরকারের কৃষি ও বিদ্যুৎ মন্ত্রী রতন লাল নাথ রাজধানীতে একাধিক কর্মসূচিতে অংশ নেন। দিবসের সূচনালগ্নে তিনি রাজধানীর গান্ধীঘাটস্থিত শহীদ বেদীতে জাতীয় পতাকা উত্তোলন করেন এবং দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় আত্মবলিদান দেওয়া শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।
এরপর মন্ত্রী রতন লাল নাথ রাজধানীর লিচুবাগানস্থিত অ্যালবার্ট এক্কা পার্কে অবস্থিত শহীদ বেদীতে গিয়ে পুষ্পার্ঘ্য অর্পণ করেন এবং শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন। এদিন প্রজাতন্ত্র দিবসের তাৎপর্য তুলে ধরে তিনি দেশের গণতান্ত্রিক মূল্যবোধ, ঐক্য ও সংহতি বজায় রাখার আহ্বান জানান।
উল্লেখ্য, প্রজাতন্ত্র দিবস উপলক্ষে রাজ্যজুড়ে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে বীর শহীদদের স্মরণ ও শ্রদ্ধা নিবেদন করা হয়।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*