যথাযোগ্য মর্যাদায় উইমেন্স কলেজে পালিত হলো ৭৭তম প্রজাতন্ত্র দিবস

আপডেট প্রতিনিধি, আগরতলা, ২৬ জানুয়ারি || যথাযোগ্য মর্যাদা ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে উইমেন্স কলেজে পালিত হলো দেশের ৭৭তম প্রজাতন্ত্র দিবস। সোমবার সকাল সাতটায় কলেজ প্রাঙ্গণে জাতীয় পতাকা উত্তোলন করেন কলেজের অধ্যক্ষা শর্বরী নাথ। পতাকা উত্তোলনের পর ২৬ জানুয়ারির ঐতিহাসিক তাৎপর্য ও গুরুত্ব তুলে ধরে বক্তব্য রাখেন অধ্যক্ষা।
অনুষ্ঠানের শুভ সূচনা হয় অধ্যাপক অরুণ মুখার্জির কণ্ঠে আবেগঘন দেশাত্মবোধক গান “এ দেশের মাটির পরে” পরিবেশনের মাধ্যমে। পরে টিচার্স কাউন্সিলের সেক্রেটারি অধ্যাপিকা ড. নিবেদিতা ধর প্রজাতন্ত্র দিবসের তাৎপর্য ও দেশের গণতান্ত্রিক মূল্যবোধ নিয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন।
উক্ত অনুষ্ঠানে কলেজের অধ্যাপক-অধ্যাপিকা, অশিক্ষক কর্মচারী ও ছাত্রীদের সক্রিয় উপস্থিতি অনুষ্ঠানটিকে করে তোলে আরও প্রাণবন্ত। উপস্থিত দর্শকদের জন্য আয়োজন করা হয় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান, যা সকলের প্রশংসা কুড়ায়।
এদিন এনএসএস ইউনিটের পক্ষ থেকে অধ্যক্ষা মহোদয়াকে সম্মাননা প্রদান করা হয়। পাশাপাশি উপস্থিত সকলকে ত্রিবর্ণরঞ্জিত ব্যাজ পরিয়ে সম্মান জানান এনএসএস স্বেচ্ছাসেবীরা।
অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয় দেশাত্মবোধক গান “ধনধান্য পুষ্প ভরা আমাদের এই বসুন্ধরা” পরিবেশনের মাধ্যমে। সমগ্র অনুষ্ঠানটি সুচারুভাবে পরিচালনা করেন এনএসএস প্রোগ্রাম অফিসার রমা ভট্টাচার্য।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*