ছাত্র সংসদ নির্বাচনে হোয়াইট ওয়াশ বিরোধী ছাত্র সংগঠন

Untitled-1দেবজিত চক্রবর্তী, আগরতলা২২ সেপ্টেম্বর ।।  বড় মাপের জটিল সমস্যা ছাড়াই সম্পন্ন হয়েছে ছাত্র সংসদের নির্বাচন। ভোটের ফলাফলে সবকটি কলেজেই একচ্ছত্র বিজয় হয়েছে SFI/TSU–র। সাফল্যের পর বাম ছাত্র সংগঠনের পক্ষে ভোটারদের অভিনন্দন জানানো হয়েছে। অন্য দিকে বিরোধী ছাত্র সংগঠন গুলোর তরফে ছাত্র সংসদ নির্বাচনকে ক্ষমতা দখলের মরিয়া প্রয়াস বলে অভিযোগ করা হয়েছে। TSF/TSU নেতৃত্ব এই অভিযোগকে একেবারেই আমল না দিয়ে বলেছে এই নির্বাচন গোটা রাজ্যে সুচারু শিক্ষা ব্যবস্থার প্রতি সুস্পষ্ট সমর্থন।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*