নিজেস্ব প্রতিনিধি, আগরতলা, ১১ সেপ্টেম্বর ।। গত ৫ সেপ্টেম্বর রাষ্ট্রিয় মাধ্যমিক শিক্ষা অভিযানের তরফ থেকে রেশম বাগানের অর্ণব চক্রবর্তীর বিরুদ্ধে পশ্চিম থানায় এফ আই আর করা হয়েছিল ১১ লক্ষ ৭২ হাজার টাকা হাফিস করার অভিযোগে। জানা গেছে অর্ণব চক্রবর্তী রাষ্ট্রিয় মাধ্যমিক শিক্ষা অভিযানের কর্মরত ক্যাসিয়ার। রাষ্ট্রিয় মাধ্যমিক শিক্ষা অভিযানের তরফে থানায় এফ আই আর করার পর থেকেই অর্ণব চক্রবর্তী সহ উনার স্ত্রী পালাতক। দপ্তরের অভিযোগ ১১ লক্ষ ৭২ হাজার টাকা চুরি করে তিনি পালিয়েছেন। বৃহস্পতিবার পশ্চিম থানা, পূর্ব থানা, SDPO,সহম্যাজিস্ট্রেট রেশম বাগান অর্ণব চক্রবর্তীর বাড়ি গিয়ে ঘরে তালা পায়। পরে ব্যাঙ্কের পাস বই সহ কাগজ পত্র সিস করে পুলিশ।
রাজীব সাহার তোলা ছবি।